খবর৭১ঃ রেল মন্ত্রণালয়ে দুর্নীতির ১০টি উৎস চিহ্নিত করেছে দুর্নীতি কমিশন (দুদক)। এসব দুর্নীতি নিরসনে ১৫টি সুপারিশসহ একটি প্রতিবেদন মঙ্গলবার রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের কাছে হস্তান্তর করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
কমিশন গঠিত ‘বাংলাদেশ রেলওয়ে এর দুর্নীতি সংক্রান্ত প্রাতিষ্ঠানিক টিম’ এ পর্যবেক্ষণ প্রতিবেদনটি প্রণয়ন করেছে। প্রতিবেদনটি কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান রেলমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, ‘দুদকের নজরদারি কেবল রেলপথ মন্ত্রণালয়ে নয়, দেশের সর্বত্রই দুর্নীতি প্রতিরোধ ও দমনে দুদকের নজরদারি রয়েছে।’
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে দুদক কমিশনার বলেন, ‘এটি কোনো বিশেষজ্ঞ মতামত সংবলিত প্রতিবেদন নয়, এটি কমিশনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিমের প্রতিবেদন। টিম বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যাদি এনালাইসিস করে এ প্রতিবেদন তৈরি করেছে।’