ছুরিকাঘাতে রায়েরবাজারে কিশোর নিহত

0
830

খবর৭১ঃ রাজধানীর রায়েরবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম ইয়াসিন (১৬)।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে রায়েরবাজারের নিমতলী এলাকার টালি অফিসের জরিনা স্কুলের পাশে বাংলা সড়ক নামে গলিতে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন নিমতলী এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতো।সে একই এলাকায় থাকে বলে জানা যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহত ইয়াসিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় দুর্বৃত্তরা ইয়াসিনকে কুপিয়ে ফেলে রেখে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here