মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান রুমা উপজেলার প্রেস ক্লাব গঠিত হয়েছে। আজ শনিবার (২৯জুন) বিকাল চারটার দিকে ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ সংলগ্নে প্রেস ক্লাব অস্থায়ী কার্যলয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলার ‘‘দৈনিক ভোরের কাগজথথ প্রতিনিধি জনাব,মংসানু মারমা।
প্রেস ক্লাবের নব-নিবার্চিত সভাপতি শৈহ্লাচিং মারমা রুমা উপজেলার ‘‘দৈনিক পূর্বকোণথ ও পাহাড় বার্তাথথ প্রতিনিধি উপস্থিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ‘‘দৈনিক যায়যায় দিনথথ পত্রিকার ও দেশ অরণ্য নিবার্হী সম্পাদক, জনাব,ক্যমুই অং মারমা।
অনুষ্ঠানে প্রধান বক্তার মাঝে বলেন, প্রেস ক্লাব গঠন প্রণালী অনুসারে কাজে কর্মে সাথে চিন্তানুসহকারে কাজের দক্ষতার সাথে রুমা প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরোও বলেন, বর্তমানে প্রেস ক্লাবটি অস্থায়ী হলেও ভবিষ্যৎতে স্থায়ী ক্লাব করার অব্যাহত থাকবে।
প্রেস ক্লাব নতুন কমিটির গঠনে সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন,রুমা উপজেলার ‘‘দৈনিক ভোরের কাগজ ও অনলাইন অইঘঊডঝ২৪.ঈঙগ পত্রিকার থথপ্রতিনিধি চনুমং মারমা, রুমা উপজেলার প্রেস ক্লাবের সদস্য ‘‘দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ ও অনলাইন প্রথম বিডি নিউজ থথ পত্রিকার বান্দরবান জেলার প্রতিনিধি মংহাইথুই মারমা, রুমা উপজেলার প্রেস ক্লাবের পর্যবেক্ষণ সদস্য, বান্দরবান ভূমিহীন আন্দোলনে কমিটির সভাপতি ও ভূমিহীন বার্তা বান্দরবান জেলার প্রতিনিধি ডেভিড সাহাসহ সদস্য রুমা উপজেলার পারেন লুসাই কমিটির গঠনের নিয়োজিত।