ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ আসছে

0
823

খবর ৭১ঃ ফেসবুক নিয়ে আসছে তার ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’। মঙ্গলবার (১৮ জুন) ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য দেন।

নতুন এ মুদ্রা সম্পর্কে জাকারবার্গ বলেন, “লিব্রা হবে একটি সহজ অর্থ ব্যবস্থা। বিশ্বের কোটি কোটি মানুষ এটি ব্যবহার করে উপকৃত হবেন।” ২০২০ সাল নাগাদ  ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের ২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ভার্চুয়াল মুদ্রাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলেও জানান তিনি। এসব কোম্পানির মধ্যে রয়েছে ভিসা, মাস্টারকার্ড, পেপ্যাল, উবার, স্ট্রাইপ ও বুকিং ডটকমের মত জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো।

‘লিবরা অ্যাসোসিয়েশন’ নামে একটি অলাভজনক সংগঠন গড়ারও ঘোষণা দিয়েছেন জাকারবার্গ।এই সংগঠনের অধীনেই লিবরার দেখভাল করবে একটি বিশেষজ্ঞ টিম।

ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা চালু হলে বিশ্বব্যাপী ব্যাংকিং সেবায় আমূল পরিবর্তন আসবে। ফেসবুকের এই ক্রিপ্টোকারেন্সি প্রকল্প সফল হলে, অচিরেই বিশ্বের সব আর্থিক লেনদেন ব্লকচেইন প্রযুক্তির আওতায় চলে আসবে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here