রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি, খবর ৭১ঃ ঝিনাইদহে অস্ত্র গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ ভোর রাতে সদর উপজেলার কোরাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে কোরাপাড়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় শাহরিয়ার আহম্মেদ সোহাগ নামের একজনে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই গ্রামের জনৈক নাজিম মেম্বরের পরিত্যাক্ত বাড়ী থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোহাগ সদর উপজেলার কুড়াপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।