খবর ৭১ঃ সবচেয়ে বেশি বিক্রিত প্রাণ, মিল্কভিটা, আড়ং সহ পাস্তুরিত আরও ৭ টি দুধই মানহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নমুনা পরীক্ষায় এগুলা পরীক্ষা করা হলে কোনোটিতে মাত্রাতিরিক্ত কলিফর্মের উপস্থিতি পাওয়া গিয়েছে, আবার কোনটিতে পাওয়া গিয়েছে এন্টিবায়োটিক।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগারে খাদ্যের গুনগত মান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ও প্রতিবেদন প্রকাশ করে ফার্মেসি বিভাগ।এতে বলা হয়, প্রাণ, মিল্কভিটা, আড়ংসহ পাস্তুরিত দুধের ৭ টি নমুনার কোনোটিতেই কাঙ্খিতমাত্রার ‘সলিড নট ফ্যাট’ পাওয়া যায়নি। এই ৭টি নমুনায় ছিল: মিল্ক ভিটা, আড়ং, প্রাণ।
পরীক্ষকরা জানান, ফ্রুট ড্রিংকসের ১১ টি নমুনার মধ্যে সবকটিতে ক্ষতিকর এবং নিষিদ্ধ সাইক্লামেট পাওয়া গিয়েছে। এগুলো হলো, স্টার শিপ ম্যাংগো ফ্রুট ড্রিংকস, সেজান ম্যাংগো ড্রিংক, প্রাণ ফ্রুটো, অরেনজি, প্রাণ জুনিয়র ম্যাংগো ফ্রুট ড্রিংক, রিটল ফ্রুটিকা, সান ড্রপ, চাবা রেড এপল, সানভাইটাল নেক্টার ডি ম্যাংগো, লোটে সুইটেন্ডএপল, ট্রপিকানা টুইস্টার।
এছাড়া বাজারে বিক্রিত ঘি এর মধ্যে আড়ং, বাঘাবাড়ি, প্রাণ, মিল্ক ভিটা, মিল্কম্যান, সুমির সহ প্রায় সব ই মানোত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। রুপচাঁদা, পুষ্টি, সুরেশ, ড্যানিশ, ও বসুধা সরিষা তেলসহ বাজারে বিক্রি হওয়া আরও বেশ কিছু তেল মানহীন বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।