খবর৭১ঃ ভারতের ঝাড়খণ্ডে যাত্রীবাহী একটি বাস পাহাড়ি গিরিখাতে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। আজ মঙ্গলবার সকালে রাজ্যের গাড়োয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আজ সকালে বাসটি ছত্তিশগড় থেকে ঝাড়খন্ডের দিকে যাচ্ছিল। এ সময় খাদে পড়ে হতাহতের ওই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনো উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
বাসটি ছত্রিশগড় থেকে গাড়োয়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে রাস্তা থেকে খাদে ছিটকে পড়ে।
তবে ঠিক কি কারণে এ দুর্ঘটনা ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
এর আগে গত ২০ জুন হিমাচল প্রদেশে পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী বাস গভীর খাদে ছিটকে পড়ে যাওয়ার ঘটনায় ৪৪ জন নিহত হয়।
এছাড়া গত ১০ জুন ঝাড়খণ্ডের হাজারিবাগে ট্রেইলার-ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়।