আঁচল এখন মফিজের স্ত্রী

0
874

খবর ৭১ঃ ঢালিউডের গ্লামার গার্ল হিসেবে পরিচিত আঁচল ইদানিং খুব একটা সিনেমাই নিয়মিত না। নানা কারনে তিনি সিনেমা থেকে দূরে ছিলেন। চলতি বছরে “রাগী” নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হন। এবং বিভিন্ন অনুষ্ঠানেও আঁচলকে দেখা যায়।

কিছুদিন আগে নতুন একটি সিনেমায় আঁচল চুক্তিবদ্ধ হন। স্মার্ট কর্পোরেশন প্রযোজিত সিনেমাটির নাম ‘মঙ্গলযাত্রা’। পরিচালনা করবেন রাশিদ পলাশ। ছবিটির কেন্দ্রীয় চরিত্রের নাম থাকবে “মফিজ”। আর মফিজের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন আঁচল।

মফিজের বউ হতে চলেছেন আঁচল

সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আগামী সেপেটম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমাটির শুটিং শুরু করা হবে দিনাজপুরে। আপাতত শনিবার আঁচলকে চুক্তিবদ্ধ করে সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি।’

চলচ্চিত্রটির গল্প নিয়ে পলাশ বলেন, ‘উত্তরাঞ্চলের ধনাঢ্য ব্যক্তি ‘মফিজ’ এর জীবন নিয়ে গল্প লেখা হয়েছে। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য করা হয়ে গেছে। মূলত ‘মফিজ’ এর জীবনের গল্পে নির্মাণ হচ্ছে ‘মঙ্গলযাত্রা’ সিনেমা। পর্দায় ফুটে ওঠবে কে এই মফিজ? কেনো তার নামে উত্তরাঞ্চলের মানুষদের ডাকা হয়? ছবিতে মফিজের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন আঁচল।’

তবে “মফিজ” চরিত্রে কে অভিনয় করবেন সেটি জানতে চাইলে পরিচালক বলেন, ‘সিনেমাটির নায়ক কে থাকছেন সে বিষয়ে চমক রাখছি। শিগগিরই নায়কসহ অন্যান্য কলাকুশলীর নাম ঘোষণা করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here