দ্রুত সময়ের মধ্যে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হবে

0
421
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

খবর ৭১ঃ মৌলভিবাজারের কুলাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যাওয়ার ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা খালে পড়ে যাওয়া বগি উদ্ধারে কাজ করছেন।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে সচিব মোঃ মোফাজ্জেল হোসেন। তিনি এ তথ্য বিফ্রিং করে জানান। তিনি আরও বলেন সিলেটের সাথে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ দুপুরের মধ্যে সম্ভব না হলেও আজকের মধ্যেই চালু হবে।

ঢাকার উদ্দেশ্যে সিলেট থেকে ছাড়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস রোববার রাত ১২ টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। দুটি বগি লাইনচ্যুত হয়ে খাল্লে পড়ে এবং একটি বগি সেখানে উল্টে যায়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া চারজন লাশের দুই জনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন- ফাহমিদা ইয়াসমীন ইভা। তি‌নি সিলেট ওসমানি মেডিকেল কলেজের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, বাড়ি সিলেটে। অপরজন মনোয়ারা পারভীন (৪৫)। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here