প্রথম দিনেই বৈধ হলো ২৪ কোটি টাকার হীরা ও সোনা

0
494

খবর৭১ঃ দেশে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী স্বর্ণকর মেলা রবিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে। মেলার প্রথম দিনেই অন্তত ২৪ কোটি টাকার হীরা, সোনা ও রুপা বৈধ করিয়েছেন ৩৫ ব্যবসায়ী। ব্যক্তিপর্যায়ে হিসাববহির্ভূত স্বর্ণ হিসাবের মধ্যে আনতে ব্যবসায়ীদের সহযোগিতায় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এনবিআর সদস্য (আয়কর) কানন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি গঙ্গাচরণ মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালাসহ স্বর্ণ ব্যবসায়ী ও রাজস্ব কর্মকর্তারা।

তিন দিনব্যাপী এ মেলা চলবে ২৫ জুন (মঙ্গলবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here