মিজানুর রহমান মিলন,সৈয়দপুর থেকেঃ
সৈয়দপুরে ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সকালে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আছাদুল হক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য বলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল বাশার মো. মুহিউদ্দিন।
এতে পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কুমারগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম, তিনপাই – ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ১৩ টি বিদ্যালয় অংশ নিচ্ছে। রোববার টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পূর্ব বেলপুকুর সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পরস্পরের মুখোমুখি হয়। এতে আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বিজয়ী হয়েছে।