মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, খবর ৭১ঃ
কুমিল্লা বাঙ্গরা বাজার থানাধীন ডালপা বিলের মাঝে গত ২২/৬/১৯ ইং শনিবার সকাল ১০ টার দিকে এক অজ্ঞাত ব্যক্তির(৬০) লাশ পাওয়া গেছে।
বাঙ্গরা বাজার থানার এস আই জীবন শ্যাম এর নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে শনিবার দুপুরে কুমেক হাসপাতালে প্রেরন করেন। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। যদি কেউ লাশের পরিচয় জানেন মেহেরবানি করে বাঙ্গরা বাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরুদ করা যাচ্ছে। প্রয়োজনে 01874215824 এই নম্বরে যোগাযোগ করুন।