রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি, খবর ৭১ঃ
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৭,৮,৯ (সংরক্ষিত ৩) নং ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ২৪ জুন এ উপ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত আসনের কাউন্সিলর নিলুফা ইয়াসমিন সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় সংরক্ষিত ৩ নং পৌর কাউন্সিলর পদটি বর্তমানে খালি ছিলো। যে কারনে এই উক্ত পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচনে প্রার্থী রয়েছেন ৩জন। এরমধ্যে আনারস প্রতিকে প্রার্থীতা করছেন এই ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর রাশিদা খাতুন, সংরক্ষিত এই ওয়ার্ডের আরেক সাবেক কাউন্সিলর রেনুকা খাতুন চশমা প্রতিকে প্রার্থীরা করছেন এবং বাস প্রতিক নিয়ে প্রার্থীতা করছেন জয়নাব বেগম। আগামীকাল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রচার প্রচারনা শেষ হলেও উৎসাহ উদ্দীপনার কমতি নেই ভোটারদের মাঝে। কে নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত এই ওয়ার্ডের কাউন্সিলর তা নিয়ে চায়ের দোকানসহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।