৩০০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হলো সংসদে

0
413

খবর ৭১ঃ সংসদে ৩০০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানির কাছ থেকে ২০০৯ সাল থেকে পাঁচ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন, এমন ১৪ হাজার ৬১৭ জনের পূর্ণাঙ্গ তথ্য দিয়েছেন তিনি।

শনিবার সংসদে নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তালিকা প্রকাশ করেন।

শীর্ষ ১০ ঋণ খেলাপির মধ্যে আছে- চট্টগ্রামের সামানাজ সুপার অয়েল (এক হাজার ৪৯ কোটি টাকা), গাজীপুরের গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডায়িং (৯৮৪ কোটি), ঢাকা সাভারের রিমেক্স ফুটওয়্যার (৯৭৬ কোটি), ঢাকার কোয়ান্টাম পাওয়ার সিস্টেম (৮২৮ কোটি),  চট্টগ্রামের মাহিন এন্টারপ্রাইজ (৮২৫ কোটি), ঢাকার রূপালী কম্পোজিট (৭৯৮ কোটি), ঢাকার ক্রিসেন্ট লেদার ওয়্যার (৭৭৬ কোটি), চট্টগ্রামের এস এ অয়েল রিফাইনারি (৭০৭ কোটি), গাজীপুরের সুপ্রভ কম্পোজিট নিট (৬১০ কোটি), গ্রামীণ শক্তি (৬০১ কোটি)।

শীর্ষ ৩০০ ঋণখেলাপির কাছে ৭০ হাজার ৫৭১ কোটি টাকা পাওনা আছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। আর খেলাপি ঋণের পরিমাণ ৫০ হাজার ৯৪২ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here