বান্দরবানে সেনাবাহিনীর মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১ আহত ৭

0
659

খবর৭১:

মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান হতে রুমা সড়কের ১২ মাইল থেকে ১কি.মি দুরে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছে। নিহতের নাম মো: ওবায়দুল। এই সময় ৭জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সেনা সদস্য ৪জন এবং ৩জন সিভিল।

আহতরা হলেন সৈনিক আরিফ,সার্জেন- কামাল,কর্পোরাল ফারুখ,সিভিল মাসুদ,সৈনিক হালিম,তপন (হেলপার)ও রিটু (চালক)। আজ বুধবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান, পরে সেনা সদস্য ওবায়দুল নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

বান্দরবান সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. প্রত্যুস পাল জানান, আহত সেনা সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আহতদের কারও অবস্থা গুরুতর আঘাট পাই নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here