রাজধানীতে জুয়েলার্স মালিককে ছুরিকাঘাতে হত্যা

0
461

খবর ৭১ঃ রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ দোকানে এক জুয়েলার্স মালিক খুন হয়েছেন। যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগে বাইতুল আমান জামে মসজিদসংলগ্ন দোকানে মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইউনুস সরকার (৩৬)। তিনি সাথী জুয়েলার্সের মালিক। রাতে দোকানে ঢুকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনজন অজ্ঞাত যুবক দোকানে ঢুকে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ভোর ৪টায় তার মৃত্যু হয়।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের ভাগিনা মো. আনিস জানান, তার মামা সাধারণত রাতে দেরি করে দোকান বন্ধ করেন। তিনি সাথী জুয়েলার্সের পাশাপাশি মুদি দোকানের ব্যবসাও করেন। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করার সময় তিনজন অজ্ঞাত যুবক দোকানে ঢুকে তাকে বুকে ছুরিকাঘাত করলে তার চিৎকারে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

আনিস জানান, দুর্বৃত্তরা দোকান থেকে টাকাপয়সা নিয়ে গেছে কিনা তা এখনও জানা যায়নি। দোকান খুললে জানা যাবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত ইউনুস সরকার কুমিল্লা দেবীদ্বার থানার হোসেনপুর গ্রামের দিলু সরকারের ছেলে। তিনি মিরহাজিরবাগে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বাসার পাশেই বাইতুল আমান জামে মসজিদসংলগ্ন দোকানটি তার। তিনি এক মেয়ের জনক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here