প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বর্ণ মেলা’ সুযোগ থাকছে স্বর্ণ বৈধ করার

0
389

খবর৭১ঃ দেশে এই প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘স্বর্ণ মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলায় অবৈধ স্বর্ণ বৈধ করার সুযোগ থাকছে।

আগামী ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই মেলার আয়োজন করেছে।

এই মেলায় অবৈধ স্বর্ণও বৈধ করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এই মেলায় প্রতি ভরি স্বর্ণ এক হাজার টাকা শুল্ক দিয়ে বৈধ করা যাবে।

এবারের প্রস্তাবিত বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১ হাজার টাকা শুল্ক দিয়ে স্বর্ণ বৈধ করার সুযোগ দেয়া হয়েছে। যে কারণে মেলায়ও এই সুযোগ রাখা হয়েছে।

দেশে এতোদিন স্বর্ণ আমদানির কোনো বৈধ অনুমতি ছিল না। গত বছরের শেষ দিকে স্বর্ণ আমদানির নীতিমালা জারি করা হয়েছে।

একই সঙ্গে ব্যাগেজ রুলের আওতায় শুল্ক দিয়ে স্বর্ণ আমদানির সুযোগ করে দেয়া হয়েছে। আগে যেসব স্বর্ণ আমদানি হয়েছে সেগুলো প্রতি ভরিতে ১ হাজার টাকা শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, স্বর্ণ আমদানি এখন বৈধ করা হয়েছে। ফলে এ ব্যবসাটিও এখন বৈধ স্বর্ণে চলতে পারবে। যে কারণে ‘স্বর্ণ মেলা’ আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here