ভোটার সংখ্যা ২১৭৫ জন, কেন্দ্রে পড়ল ৪ ভোট!

0
483

খবর৭১ঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে জাফর ইমাম আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (মহিলা ভোটকেন্দ্র) মাত্র ৪টি ভোট পড়েছে।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ রফিক উদ্দিন জানান, কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২১৭৫ জন। কিন্তু সারাদিনে ভোট পড়েছে ৪টি। দুপুরে বহিরাগতদের জোর করে সিল মারা ২০টি ব্যালট বাতিল করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে একই হাল কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাত্র আট ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ২টি ভোট বাতিল হয়ে বৈধতা পেয়েছে ৬ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫৯৩ জন।

তবে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এনামুল হক মজুমদার এবং কলস প্রতীক নিয়ে ২৮ হাজার ৮৫৩ ভোট পেয়ে বিবি জোলেখা শিল্পী মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তারা দুজন সম্পর্কে চাচাত ভাইবোন।

উল্লেখ্য, আদালতে মামলা থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি এ উপজেলায়। শুধুমাত্র দুই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭২ হাজার ৫৯১ জন। ৫১টি কেন্দ্রে ৩৬৮ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here