বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন

0
353

মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে জগন্নাথ স্নান যাএার মধ্য দিয়ে উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।আজ(১৭ জুন)সোমবার সকালে দূর্গা মন্দিরে এ উৎসবটি পালন করা হয়েছে। যা আষাঁঢ়ের দ্বিতীয়া তিথিতে প্রতিবছরের হয়ে থাকে।
এ জগন্নাথ স্নান ও রথযাএার উপলক্ষে্ সকাল থেকে দিনব্যাপি বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে।যা হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভগবত গীতাপাঠ।
এ সময় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি কানু দাশ ও সাধারণ সম্পাদক জনী সুশীল জানান, এবারে রথযাত্রা উদযাপন কমিটি রথযাত্রা উৎসবের দিন বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি ছাড়াও ভক্তবৃন্দের নিরাপত্তার স্বার্থে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারা আশা করছে এ বছর তারা অনুষ্ঠানটি খুব সুন্দর করে সাজিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করতে পারবে আর এ জন্য তারা সকল ভক্তবৃন্দের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here