বাংলাদেশের সম্ভাব্য একাদশ

0
520

খবর ৭১ঃ বৃষ্টি বাধায় চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন কঠিন সমীকরণের মুখে। সাথে মাঝে দুই ম্যাচে জয় বঞ্চিত টাইগাররা। নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

দুই দল খেলেছে সমান চার ম্যাচ। তাতে এক জয়, আর বৃষ্টির বাধায় এক পয়েন্ট করে পেয়েছে উভয় দল। টিকে থাকতে জয়ের বিকল্প নেই। হারলেই চলে যাবে ব্যাকফুটে। এমন সমীকরণ নিয়েই মাঠে নামবে দল দুটি।

দারুণ ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে রান তুলেছেন ২৬০। বল হাতেও আলো ছড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনরা জ্বলে উঠলে অপ্রতিরোধ্য টাইগাররা। এখন পর্যন্ত চেনা ছন্দে দেখা যায়নি টাইগার তামিম ইকবালকে।

এছাড়া বল হাতে মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজরাও প্রস্তুত নিজেদের সেরাটা বিলিয়ে দেয়ার জন্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ  
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here