খবর৭১ঃবলিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর পর ছোট ছেলে নমশি চক্রবর্তীর অভিষেকের খবরের মধ্যে আরও একটি খবর জানা গেল। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সুন্দরী মেয়ে দিশানিও পা রাখতে যাচ্ছেন রুপালি পর্দায়। খবর এই সময়ের।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে বিস্তারিত কিছুই জানায়নি। এরই মধ্য ইনস্টাগ্রামে তারকা হয়ে উঠেছেন দিশানি। তাঁর ছবি দেখে অনেকেরই মত, বলিউডে সেনসেশন হতে পারেন মিঠুন-কন্যা।
সম্প্রতি নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে অভিনয় শিক্ষা শেষ করেছেন দিশানি। ফ্যাশন সেন্সেও পিছিয়ে নেই তিনি। তাঁর সাজগোজ দেখে অনেকেই তাঁকে আগামী দিনের ফ্যাশনিস্তাই বলছেন।
উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর রুপালি পর্দায় অভিষেক ঘটেছে কয়েক বছর আগেই। যদিও বাবার জনপ্রিয়তার ধারের কাছেও যেতে পারেননি তিনি। ‘হোন্টেড’ নামে একটি ভৌতিক ছবিতে মিমোর অভিনয় প্রশংসিত হলেও আর কোনো ছবি সাফল্য এনে দেয়নি তাকে।