খবর ৭১ঃ ঊরুর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর দিন সকালেই যোগ দেন এ অলরাউন্ডার।
ফুটবল খেলে ওয়ার্মআপ সেরে সঙ্গে সঙ্গেই নেমে যান ফিল্ডিংয়ে। খানিক পরই তৈরি হয়ে নেটে শুরু করেন ব্যাটিং অনুশীলন। সোমবার ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচে সাকিবের খেলা নিয়ে তাই কেটে গেছে সংশয়।
কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে যখন ৭ রানে অপরাজিত তখন টান লেগেছিল ঊরুতে। ব্যথা নিয়েও ব্যাটিং করে গেছেন সাকিব আল হাসান। খেলেছেন ১২১ অসাধারণ এক ইনিংস। সেটি যে ভোগাবে সেটি বুঝতে পারেননি নিজেও। পরদিন ব্যথা বাড়লে স্ক্যান করিয়ে নিশ্চিত হন চোট গুরুতর নয়।
সাকিবকে সাত দিনের বিশ্রাম দেয়া হলেও পাঁচ দিনের মাথায় ফিরেছেন অনুশীলনে। শুক্রবার কেবল ঐচ্ছিক অনুশীলন করেননি সাকিব। এর মাঝে বাংলাদেশও আর অনুশীলন করেনি।