খবর৭১; অনেক দিন ধরে নতুন কোনো সিনেমার খবরে নেই চিত্রনায়িকা পরীমনি। সিনেমা না থাকলেও বিভিন্ন আলোচনায় রয়েছেন নিয়মিত। তবে এবার ভিন্ন কোনো আলোচনা নেই। নতুন সিনেমা ‘বিশ্বসুন্দরী’ শুরু করতে যাচ্ছেন তিনি।
আগামী ১৮ জুন থেকে ফরিদপুরে শুরু হচ্ছে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। ১৭ তারিখে সিনেমার টিম ফরিদপুর যাবে। প্রথম লটে শুটিং হবে ১৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত। সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতা এবার চিত্রপরিচালকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন।
সিনেমায় মাঝে বিরতি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সিনেমা তো চাইলে করাই যায়। খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু সিনেমার গল্প ও পুরো টিম যেনো মানসম্মত হয় সেদিকে আমার নজর থাকে। আর এখন সব ধরনের সিনেমা এখন আর করতে চাই না। ভিন্ন গল্প ও ভিন্ন চরিত্রের সিনেমা করতে চাই।’