১০ হাজার ইয়াবাসহ শ্যামলীর বাস চালক গ্রেফতার

0
361

খবর ৭১ঃকক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় বাসের চালক নুরে আলমকে আটক করা হয়েছে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, ‘মহাখালীর নামিরা হোটেলের সামনে শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ভ ১৫২২৯৬) একটি বাসে ইয়াবার চালান আসছে-এমন খবরে সেখানে অবস্থান করে র‌্যাব সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে অভিযানে বাসটির চালক নুরে আলমকে আটক করা হয়। পরে বাস তল্লাশি করে বাসের সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।’

ফারুকী বলেন, ‘আটক চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here