খবর ৭১ঃ বেশ কয়েক বছর ধরেই সরকারের কাছে বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে আসছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার বোধ হয় সে আশা পূরণ হতে যাচ্ছে। আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য রাখা হয়েছে ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ।
আজ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পিছিয়ে পড়া ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিশেষ বাজেটের প্রস্তাব করা হয়।
ফুটবলের বাজেট প্রস্তাব প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘২০১৯-২০ অর্থবছরের বাজেটে দেশের ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশেষ অনুদান হিসেবে ২০ কোটি টাকা বরাদ্দের জন্য আমি প্রস্তাব করছি।’
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ও যুব খাতে ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে কিছুটা কম বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ক্রীড়া খাতে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ৪৯৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে সেটা বাড়িয়ে ১ হাজার ৫১৯ কোটি টাকা করা হয়েছিল। কিন্তু ২০১৯-২০ প্রস্তাবিত অর্থবছরে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৪৮৫ কোটি টাকা রাখা হয়েছে।