২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে দাম বাড়বে সব স্মার্টফোনের।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বর্তমানে ফিচার ফোন ও স্মার্টফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ। প্রস্তাবিত বাজেটে ফিচার ফোনের জন্য আমদানি শুল্ক ১০ শতাংশ রেখেই স্মার্টফোনের জন্য তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
দেশের অপেক্ষকৃত নিম্নআয়ের জনগোষ্ঠী ফিচার ফোন ব্যবহার করায় এই ফোনের আমদানি শুল্ক বাড়ানো হয়নি বলে জানান অর্থমন্ত্রী।