সৈয়দপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম বিকৃত করে সড়ক; ইউএনওকে স্মারকলিপি প্রদান

0
396

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের নামে নামকরণ করা সড়কগুলোকে ভিন্ন ভিন্ন নামে বিকৃতভাবে লেখা ও প্রচার করা হচ্ছে। আর এসবের প্রতিবাদে এবং শহরের সড়কগুলোর নাম শহীদদের নামে যথাযথ লেখার দাবিতে ইউএনও বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখার পক্ষ থেকে ওই স্মারকলিপি দেয়া হয়।

এ সময় সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও শহীদ পরিবারের সন্তান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. বখতিয়ার কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ এর সভাপতি এ এ এম মঞ্জুর হোসেন এবং সাধারণ সম্পাদক ও তাঁতী লীগের জেলা শাখার সাধারন সম্পাদক মহসীনুল হক মহসিন, সৈয়দপুরের প্রথম শহীদ মাহাতাব বেগের সন্তান  মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর শাখার সহ- সভাপতি মজিবুল হক, শহীদ পরিবারের সন্তান প্রকৌশলী মো. মোনায়মুল হক, সৈয়দপুর উপজেলা তাঁতী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান লেলিন ও সাধারন সম্পাদক মোস্তফা কামাল,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) সৈয়দপুর শাখার সভাপতি মিজানুল হক এবং সাবেক ছাত্রনেতা সৈয়দপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে গণস্বাক্ষর সংগ্রহ কমিটির আহ্বায়ক তামিম রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের নামে সৈয়দপুর শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়। যা সরকারিভাবে গেজেটভূক্ত। অথচ সৈয়দপুর শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সড়কগুলোর প্রকৃত নাম না লিখে বিকৃতভাবে ভিন্ন ভিন্ন নাম লিখছেন। যেমন শহরের শহীদ তুলশীরাম সড়ককে দিনাজপুর রোড, শহীদ ডা. সামসুল হক সড়ককে মাছহাটি রোড, বঙ্গবন্ধু সড়ককে রংপুর রোড, শহীদ মাহতাব বেগ সড়ককে কামাল রোড এবং শহীদ জহরুল সড়ককে বিচালীহাটি রোড নামে বিকৃতভাবে লেখা হয়েছে। এছাড়াও সম্প্রতি শহরের দিলশাদ মিস্টান্ন ভান্ডার নামে একটি হোটেলের সরবরাহকৃত প্যাকেটে শহীদ ডা. জিকরুল হক সড়ককে বিকৃতভাবে শহীদ ডা. হক সড়ক নামে লেখা হয়। আর এতেই ঘটে বিপত্তি। এতে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা ফুঁসে উঠেন। তারা এটিকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি অসম্মান ও অবমাননাকর হিসেবে দাবি করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সুস্পষ্টভাবে শহীদদের নামে লেখার আহ্বান জানান।

স্মারকলিপিতে এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এর আগে সকালে সৈয়দপুর পৌরসভা মেয়র মো. আমজাদ হোসেন সরকার বরাবরেও একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এদিকে সৈয়দপুরে শহীদদের নামে করা সড়কগুলো বিকৃতভাবে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। স্বাধিনতা যুদ্ধে সে সময় পাকিস্তানীদের পক্ষে অবস্থান নেয়া ব্যক্তিদের নামেও অনেক সড়ক ও সড়কগুলোর মোড় নামকরণ করে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এজন্য প্রশাসনের উদাসিনতাকে দায়ী করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here