মহাদেবপুরে বাসের ধাক্কায় ৩ বন্ধু নিহত

0
477

খবর ৭১ঃ নওগাঁর মহাদেবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৮), একই গ্রামের গোলাম রসুলের ছেলে রোহানী (১৮) এবং দুলাল হোসেনের ছেলে শরিফ উদ্দিন (১৭)। তারা এ বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, উপজেলার কালুশহর থেকে তিন বন্ধু মোটরসাইকেলে গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার বিজয়পুরের দিকে আসছিল। পথিমধ্যে বাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রোহানী ও শরিফ উদ্দিন মারা যান। গুরুতর আহত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সাগর মারা যান। বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here