বিকালে বসছে বাজেট অধিবেশন

0
397

খবর৭১ঃ ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা উপলক্ষ্যে বিকেলে জাতীয় সংসদে অধিবেশন শুরু হচ্ছে। বিকাল ৫টায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন। এই অধিবেশনেই আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা দিয়েছেন।

বাজেট উত্থাপনের পর ২৭ বা ২৯ জুনের মধ্যে সাধারণ আলোচনা শেষ করে অর্থ বিল পাস হবে। এরপর ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে। এ অধিবেশন কতদিন চলবে তা কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। আজ অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে এ কমিটির বৈঠক হবে।

এটি আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। আর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট। এ বাজেটে রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিককে সমান গুরুত্ব দেয়া হবে। রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার আর অর্থনৈতিক ক্ষেত্রে আয়-ব্যয় তথা প্রবৃদ্ধির সুষম বণ্টনে বিশেষ নজর দেয়া হচ্ছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৫ লাখ ২৪ হাজার কোটি টাকা। এই ব্যয়ের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার। আর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হতে পারে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে ৩ লাখ কোটি টাকার কিছু বেশি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেয়ার আগে এর আকারেও পরিবর্তন আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here