খবর৭১ঃ বিশ্বকাপের চলতি আসরে নিজেদের চতুর্থ ম্যাচে আজ ইংল্যান্ডের ব্রিস্টলে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে আশঙ্কার খবর, এই ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। তেমনটা হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুদলকে।
প্রসঙ্গত, জয় দিয়ে আসর শুরু করলেও টানা দুই ম্যাচে হেরে টাইগারদের পয়েন্ট এখন তিন ম্যাচে দুই।
অপরদিকে হার দিয়ে শুরু করা শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে। আর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তিন ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩।