চুক্তির সময় শেষ হওয়ায় ইমরান খান এখন চিন্তিত: মরিয়ম

0
425

খবর৭১ঃপাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) মুখপাত্র মারইয়াম আওরঙ্গজেব দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বলেছেন, ইমরান খানের ভয় পাওয়ার সময় শুরু হয়ে গিয়েছে। কারণ বিদেশি শক্তির সঙ্গে তার চুক্তির সময় শেষ। চুক্তির সময় শেষ হওয়ায় ইমরান খান এখন চিন্তিত। খবর ডনের।

প্রায় ২ মাস পর দলীয় প্রধান শাহবাজ শরীফের যুক্তরাজ্য থেকে পাকিস্তান আগমন উপলক্ষে এ মন্তব্য করেন তিনি।

টুইটারে দেয়া এক বার্তায় মারইয়ামবলেন, শাহবাজ শরীফের বিমান লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণ করেছে। ইমরান খান, এখন থেকে আপনার ঘাবড়ানোর সময় শুরু হয়ে গিয়েছে।

শাহবাজের আগমনে ইমরান খান পাহাড়ে পালিয়েছেন বলেও ব্যঙ্গ করেন তিনি।

‘নয়া পাকিস্তানের’ স্লোগান দিয়ে ক্ষমতায় আসা ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী বলেও কয়েকদিন আগে সমালোচনা করেছিলেন বিরোধী দল পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মারইয়ামনওয়াজ।

নওয়াজ শরিফের মেয়ে মারইয়াম নওয়াজ বলেন, ইমরান খান দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য এক নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here