খবর৭১ঃউয়েফা ইউরো ২০২০ এর বাছাই পর্বে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারানোয় তুরস্কের ফুটবল টিমকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।খবর টিআরটির।
ইউরো বাছাই পর্বে তারকাঘেরা ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে তুরস্ক পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। নিজ দেশের এমন বিজয়ে উচ্ছ্বসিত তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কল দিয়েছেন তুর্কি ফুটবল ফেডারেশন সভাপতিকে। কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
খেলোয়ারদের শুভেচ্ছা জানিয়ে এরদোগান টুইটারে তাদের ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, প্রিয় তুর্কি,তোমাদের অসংখ্য ধন্যবাদ।
তুরস্কের কোনিয়া বায়াকশার স্টেডিয়ামে শনিবার রাত পৌনে একটায় মুখোমুখি হয় ফ্রান্স ও তুরস্ক। ম্যাচের প্রথমার্ধেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে দুটি গোল দিয়ে দেয় আয়োজক দেশ তুরস্ক। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা করলেও ঘুরে দাড়াতে পারেনি ফ্রান্স।
আলাদাভাবে ফুটবল টিমকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুও।টুইটবার্তায় বলেন, আমরা ফিল্ডে এবং ম্যাচে দু’জায়গাতেই মজবুত। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে তুর্কি খেলোয়াররা আমাদের গর্ব বাড়িয়ে দিয়েছে।