শেরপুর থেকে আবু হানিফ : শেরপুরে সদর উপজেলার চকসাহাব্দি এলাকায় ছাগলে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে নাজিমদ্দিন (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। তিনি ওই গ্রামের আফেজ উদ্দিনের ছেলে। শনিবার (৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঘাতক প্রতিবেশী কেরামত আলীর ছেলে জিলানী মুন্সী পালিয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নাজিমদ্দিনের ছাগল প্রতিবেশী কিতাব বাড়ীর জিলানী মুন্সীর পাট ক্ষেতে গিয়ে ক্ষেত নষ্ট করে ফেলে। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এক পর্যায়ে জিলানী বৃদ্ধ নাজিমদ্দিনের ওপর হামলা করলে তিনি দৌড় দেন। জিলানীও দৌড়ে গিয়ে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে এলাকাবাসীর কেউ কেউ লাঠির আঘাতে নয় বরং পড়ে গিয়ে স্টোক করে মারা যেতে পারে বলে দাবী করেছেন।
বলাইরচর ইউনিয়নের ইউপি মেম্বার মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।