খবর ৭১ঃ জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়েছে সাকিব আল হাসান। নিজের তৃতীয় ওভারের শেষ বলে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ডাইভিং ক্যাচে ২৪ রান করে সাজঘরে ফিরেন কলিন মুনরো। নিউজিল্যান্ড ইনিংসের ষষ্ঠ এবং নিজের প্রথম ওভারেই কিউই ওপেনার মার্টিন গাপটিলকে আউট করেন সাকিব। লং অনে ক্যাচ নিয়েছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৫ রান।
ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন। দুই দলই একাদশে কোনো পরিবর্তন আনেনি। ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৪৪ রান।