আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

0
371

খবর৭১ঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার (৪ জুন) উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

এর আগে সোমবার (৩ জুন) সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গালফ নিউজের খবরে বলা হয়, চাঁদ দেখার পর দেশজুড়ে সব মুসলমানকে মঙ্গলবার ঈদ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঈদুল ফিতরে দেশসহ বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এদিন ঈদের নামাজ আদায়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করছেন মানুষ।

তবে পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ড ঘোষণা দিয়েছে, মঙ্গলবার তাদের ওখানে শেষ রোজা পালিত হবে। এছাড়া এশিয়ার অন্যান্য দেশে চাঁদ দেখার বিষয়ে কোনো ঘোষণা আসেনি। ফলে বুধবার (৫ জুন) ওই দেশগুলোতে উদযাপিত হবে ঈদুল ফিতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here