এবার ইভিএমের বিরুদ্ধে আন্দোলনের ডাক মমতার

0
416

খবর৭১ঃ এবার আর শুধু অভিযোগ নয়, ইভিএম নিয়ে আন্দোলনের ঘোষণা করে দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘গণতন্ত্র বাঁচাও ব্যালট ফেরাও’, ‘মেশিন চাই না ব্যালট চাই’- এ রকম স্লোগানের মাধ্যমে সারা দেশে আন্দোলন সংগঠিত করবে তৃণমূল।

সোমবার নবান্নে এই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে ‘জনসংযোগ যাত্রা’র নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা।

এবারের লোকসভা ভোটের ফল বেরোনোর আগে থেকেই ইভিএম-এ কারচুপির অভিযোগ করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটগণনার পরেও সেই অভিযোগ থেকে সরেননি। এবার তাতে আরও গতি আনতে আন্দোলনের কর্মসূচি নিল তৃণমূল। নবান্নে মমতা বলেন, ‘গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও— এই আন্দোলন বাংলা থেকে শুরু হবে। গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে।’ ভোটগ্রহণে প্রচুর ইভিএম খারাপ, ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের গণনা মেলানো নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘মাত্র দুই শতাংশ ভিভিপ্যাট গোনা হয়েছে। বাকি ৯৮ শতাংশ যে আগে থেকে প্রোগ্রামিং করা ছিল না, তা কে বলতে পারে। আবার ভোটে যে সব ইভিএম খারাপ হয়েছিল, সেগুলি পাল্টানো হয়েছিল। কিন্তু সেগুলিতে মক পোল করে ঠিকঠাক চেক করা হয়েছিল কি না, তা জানা নেই। ওইগুলিতেও আগে থেকে প্রোগ্রামিং করে রাখা হতে পারে।’

লোকসভা ভোটের নিরিখে এবার ১২০টিরও বেশি বিধানসভা আসনে হার হয়েছে তৃণমূলের। কিন্তু তৃণমূল নেত্রী এ দিন বলেন, ‘ফলাফলকে এই ভাবে বিচার করা উচিত নয়। লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত— প্রতিটি ভোটই আলাদা সমীকরণে হয়।’

লোকসভা ভোটের হিসেব ধরলেও রাজ্যে এখনো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তৃণমূলের। সিপিএমের ভোট বিজেপিতে স্থানান্তর হওয়ার জন্য তৃণমূলের এই ফল বলেও এদিন ফের মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here