বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের অভিনন্দন

0
360

খবর ৭১ঃ বিশ্বকাপে দক্ষিন আফ্রিকাকে ২১ রানে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।রোববার রাতে পৃথক পৃথক বার্তায় তারা ক্রিকেট দলের সকল খেলোয়ার, কর্মকর্তাকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

কেনিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩০ রানের বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশ। যেটি বিশ্বকাপ তথা ওয়ানডেতেই বাংলাদেশের সেরা ইনিংস। সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিকুর রহিম। ৭৫ করেন সাকিব আল হাসান। ৩৩ বলে ৪৬ করে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জবাবে রান তাড়ায় ৮ উইকেটে ৩০৯ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস। ৬৭ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে উইকেট পেয়েছেন ম্যাচসেরা সাকিব ও মেহেদী মিরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here