শেষ রোজায় আল-আকসায় ঢুকে ভাঙচুর চালাল ইহুদিরা

0
366

খবর৭১ঃ রমজানের শেষ দিনে জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে এবাদতরত মুসল্লিদের ওপর হামলা ও মসজিদের গেট ভাঙচুর করেছে সহস্রাধিক দখলদার ইহুদি।

তারা রোববার সকালে দলবদ্ধ হয়ে আল আকসায় প্রবেশ করে। বিষয়টি ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর ইয়েনি শাফাকের।

আল-আকসা মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেন, সকাল থেকে ১১৭৯ জন ইহুদি চরমপন্থী জোর করে ঝড়ের গতিতে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।

তিনি আরও বলেন, তারা পবিত্র রমজান মাসে ভয়াবহ সহিংসতা চালায়। তারা ইসরাইলি পুলিশের নিরাপত্তা নিয়ে আলমুগারা গেট ভাঙচুর করে।

তারা ইসরাইলি পুলিশের সহযোগিতায় এবাদতরত মুসলমানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যারা তাদের অনুপ্রবেশে বাধা দিয়েছিল।

এ সময় তিনজন প্রার্থনারত মুসলিম ও একজন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ।

ইহুদি গোষ্ঠী রোববারের এ সংঘর্ষকে জেরুজালেমের পুনর্মিলনী বলে ঘোষণা করে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় আল-আকসাসহ পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইলি বাহিনী।

মুসলিমদের জন্য আল-আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। আর ইহুদিরা দাবি করছে, এখানে প্রাচীন যুগে দুটি মন্দির ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here