শৈলকুপায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

0
511

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি  :
ঝিনাইদহের শৈলকুপায় অজ্ঞাত যুবকের গলাকাটা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বড় মৌকুড়ী গ্রামের মাঠের ক্যানেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে বড় মৌকুড়ী গ্রামের পীরতলা মাঠের ক্যানেলে ক্ষত-বিক্ষত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় মেলেনি বলে পুলিশ জানায়।
রাতের আধারে অজ্ঞাত যুবকের গলা,হাতের কবজি ও আঙুলসহ সারা শরিরে নৃশংস্যভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান। তিনি আরো জানান, মৃতদেহের পরিচয় ও হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here