খবর ৭১: জীবিকার অজুহাতে মহাসড়কে অবৈধ যানবাহন চালাতে দেয়া হবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।
দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন ও মেঘনা টোলপ্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের কমান্ড এন্ড মনিটরিং সেন্টার ভবন উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জীবিকার চেয়ে গুরুত্বপূর্ণ জীবন। তাই মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে হবে। এবার সড়ক-মহাসড়কের উন্নয়নের কারণে কোথাও যানজট হয়নি বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে স্বস্তির ঈদযাত্রা হবে এবার।