খবর৭১ঃ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জিএম সিরাজকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করেছে বিএনপি।
রোববার বিকালে দলটির গুলশানের কার্যালয়ে জিএম সিরাজকে ধানের শীষ প্রতীকের চিঠি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে একাদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা ফখরুল।
দলীয় সিদ্ধান্তে দলের পাঁচ নির্বাচিত সদস্য শপথগ্রহণ করলেও মির্জা ফখরুল শপথ নেননি দলের সিদ্ধান্তেই। দলের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্ত দেন।
আগামীকাল বগুড়া-৬ উপনির্বাচনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার। তার আগে জিএম সিরাজ দলের মনোনয়ন নিয়ে প্রতীকের চিঠি পেলেন।
আগামী ২৪ জুন বগুড়া- ৬ আসনে ভোটগ্রহণ হবে। সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ বগুড়া বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।