খবর৭১; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। লন্ডনের বিখ্যাত কেনিংটন ওভালে লড়ছে দুদল। টস হেরে ব্যাট করছে টাইগাররা।
তামিম সাজঘরে ফেরার পর ক্রিজে নামা সাকিব খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারি রানের ক্লাবে ঢুকে যান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামা সাকিব দারুণ এক মাইলফলক স্পর্শ করেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে তিনি ১১ হাজারি ক্লাব থেকে ৫ রান দূরে ছিলেন।
১২তম ওভারে ক্রিস মরিসের বলে সিঙ্গেল নিয়ে এ অভিজাত ক্লাবে প্রবেশ করেন বিশ্বেসরা অলরাউন্ডার।
এ ম্যাচ খেলতে নামার আগে সাকিব টেস্ট ক্রিকেটে ৩৮০৭ রান, ওয়ানডেতে ৫৭১৭ রান, টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন। সব মিলিয়ে তার রান ১০৯৯৫।