ভারতের নন্দা দেবী জয় করতে গিয়ে ৮ পর্বতারোহী নিখোঁজ

0
331

খবর৭১ঃভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত নন্দা দেবীর শিখরে উঠতে গিয়ে আট পর্বতারোহী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ হওয়া ওই দলে রয়েছেন চারজন ব্রিটিশ, দুজন আমেরিকান, একজন অস্ট্রেলিয়ান আর একজন ভারতীয় নাগরিক।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রোববার সকালে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার অভিযান চালাবে বলে জানা গেছে। খবর বিবিসি।

খবরে বলা হয়, গত ১৩ মে আটজনের ওই দলটি হিমালয়ের ৭৮১৬ মিটার উঁচু নন্দা দেবী পর্বতটির পূর্বদিক থেকে উঠতে শুরু করেন।

নির্ধারিত সময়েও বেসক্যাম্পে ফেরত না আসায় অনুসন্ধান ও উদ্ধার দলগুলোকে তাদের খোঁজে পাঠানো হয়। তবে ভারী বৃষ্টি আর তুষারপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

পিথোরাগড় জেলার ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোগদান্ডে বলেন, পর্বতারোহীরা বেসক্যাম্পে ফিরে না আসায় তাদের খুঁজে বের করতে আমরা সর্বশক্তি নিয়োগ করেছি, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে অভিযানে সমস্যা হচ্ছে।

দলটিকে নেতৃত্ব দিয়েছেন ব্রিটিশ পর্বতারোহী মার্টিন মোরান। অভিযানের একদিন আগে তিনি তার ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, দলটি ভাওয়ালির নেম খারোলি বাবা মন্দিরের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here