খবর৭১ঃ আনুষ্ঠানিকভাবে আজ রবিবার (২ জুন) থেকে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি টাইগারদের।
এদিন, ফাফ ডু প্লেসির কাছে টসে হেরে যান মাশরাফি বিন মর্তুজা। টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট করতে নেমে সতর্ক ভাবে শুরু করলেও ধীরে ধীরে আক্রমনাত্মক ব্যাটিং করছে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।