টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
305

খবর ৭১: ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। টস জেতার পর দক্ষিণ আফ্রিকর অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেন, তারা বাংলাদেশকে ১৫ ওভারেই কাবু করতে চায়। দলে একজন অতিরিক্ত পেসারও নিয়েছে প্রোটিয়ারা। আর বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ব্যাটিংয়ের জন্য এটি আদর্শ উইকেট। আমরা আত্মবিশ্বাসী। আমাদের প্রস্তুতিটা ভালো ছিল।

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এই ওভালেই মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ইংলিশদের ৩১১ রানের জবাবে মাত্র ২০৭ রানে গুটিয়ে যায় ডু প্লেসির দল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here