ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা

0
406

খবর৭১:রোববার (২ জুন)সকালে শৈলকুপা উপজেলায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বড় মৌকুড়ী গ্রামের মাঠ থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, বড় মৌকুড়ী গ্রামের মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে হত্যা করে রেখে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here