সুনামগঞ্জ উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে চালকসহ ছয় জন নিহত

0
420

খবর৭১:দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ ছয় জন নিহত হয়েছেন। আজ রবিবার (২ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লিমন পরিবহনের একটি বাস দিরাইয়ে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল। এসময় মদনপুর থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ছয় জনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও অন্তত পাঁচ জন। হতাহতরা সবাই লেগুনার আরোহী।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। সড়কের দুই পাশে যান চলাচল আপাতত বন্ধ আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here