খবর৭১ঃ ঢাকার সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ভিআইপি কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ৩৭৭ নম্বর কেবিনে আগুন লাগে বলে সদরঘাট ফাঁড়ির এসআই মো. এনামুল হক জানান।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।
এদিকে কেবিনে অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে যমুনা টিভিও সময় টিভির সাংবাদিকদের লাঞ্চিত করা হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আলমগীর কবির কলেন, একটা ঝামেলা হয়েছে। আমরা সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করছি।