মোঃরাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) বিকালে মুরাদনগর সদর ইউনিয়নের উত্তর পাড়া থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার সদর ইউনিয়নের উত্তর পাড়ার মৃত লাল মিয়ার ছেলে মোঃ তারু মিয়া এবং বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার কৈয়াবিনা গ্রামের মোঃ সামছু মিয়ার ছেলে মোঃ মোবারক হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের উত্তর পাড়া তারু মিয়ার বাড়িতে কসবা থেকে একটি মাদকের চালান নিয়ে এসে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ কবির হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ উত্তর পাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ২৫ পিয়স ইয়াবাসহ তারু মিয়া ও সামছু মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম মনজুর আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার তাদেরকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হবে।