খবর ৭১ঃ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে পশুরতলা খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় দুই জেলেকে হাতে নাতে আটক করেছেন কদমতলা বন স্টেশন অফিসের সদস্যরা। আজ দিবাগত রাত ১টার দিকে জেলেদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ সেন্ট্রাল কালিনগর গ্রামে সমশের গাজীর ছেলে ফারুক গাজী ও জোনাব গাজীর ছেলে বাবলু গাজী।
কদমতলা বন স্টেশন কর্মকর্তা (এস ও) নূরে আলম জানান, পশুরতলা খালে বিষ প্রয়োগে মাছ শিকারের খবর গোপনে জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় দুই জেলে সহ মাছার শিকার কাজে ব্যবহৃত বোতল ভরা বিষ, জাল ও একটি নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।